ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠিত - ১৯১৫ ইং


  • সহকারি প্রধান শিক্ষকের বাণী
  • Assistant Head Teacher

     শতাব্দীর প্রাচীন দক্ষিণ পূর্ব বাংলার ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের এতদ্অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আধুনিক ডিজিটাল তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষাদানের লক্ষ্যে বিদ্যালয়ের  ০৮টি  ( আট ) শ্রেণি কক্ষে ইতোমধ্যে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। উন্নত প্রযুক্তির এ যুগে প্রতিদিন নতুন নতুন তত্ত্ব, তথ্য ও সত্য উদঘাটিত হচ্ছে। উন্নত জীবন ও জীবিকার প্রয়োজনে এবং জ্ঞানান্বেষনে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সক্রিয় অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের নিকট উপর্যুক্ত সময়ে সঠিক তথ্য পাওয়ার গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে। কারণ মানুষের নিজের পক্ষে তথ্য মনে রাখা বা হাতের কাছে পাওয়া সবসময় সম্ভব হয় না। এ জন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তি নির্ভর ভালো যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে সহজে ও দ্রুত তথ্য পাওয়া যায়।
    ছাগলনাইয়া  পাইলট  উচ্চ বিদ্যালয়ের ‘ওয়েবসাইট’ প্রকাশের এই শুভক্ষণে এ প্রক্রিয়ার সাথে যুক্ত কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের নিরলস প্রচেষ্টায় অতি অল্প সময়ে উদ্যোগটি বাস্তব রূপ পেল। সেই সাথে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দকে ও সাধুবাদ জানাচ্ছি যথাসময়ে তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য।

    স্কুলের ‘ওয়েবসাইট’টি নিত্যনতুন তথ্যের সংযোজন প্রতিনিয়ত সমৃদ্ধতর হবে এ প্রত্যাশা ব্যক্ত করছি।                                                                        

  • Developed by  SKILL BASED IT - SBIT